ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মিজুরনুর রহমান : এনটিভি’র বার্তা সম্পাদক তাজুল ইসলাম সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। গতকাল শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কিশোরগঞ্জ কালীবাড়ি মোড় বিজয় চত্বরে কালের নতুন সংবাদ পরিবারের উদ্যোগে ও সম্পাদক খায়রুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ শাখার সভাপতি মো: খায়রুল ইসলাম ভুঁইয়া।
মানববন্ধনে বক্তৃতা করেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক শুরূক এর সম্পাদক হাকীম ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মো: ফাইজুল হক গোলাপ, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল,
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মতিউর রহমান ভুঁইয়া শাহীন, ফজলে মাওলা, মুফতি নাইম আহমেদ, দৈনিক ডেল্টা টাইমস’র জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ চিত্র সিনিয়র স্টাফ রিপোর্টার মো: মাহফুজুল হক খান জিকু, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি এফ এম আব্বাসউদ্দীন, দৈনিক একুশে বাণীর জেলা প্রতিনিধি মো: আজিজুল হক ফাহিম,
বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল, দৈনিক সন্ধ্যাবাণী জেলা প্রতিনিধি সোহরাব হোসেন জনী, উপজেলা প্রতিনিধি নারগিস আক্তার মুন্নী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন হোসেনপুর উপজেলার সভাপতি এসকে শাহীন নবাব, দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মিজানুর রহমান, ইশাখা সংবাদ এর সম্পাদক আফসার উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের সাথে জড়িত ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সীমান্ত খোকনের মৃত্যুর রহস্য উদঘাটন করার দাবি জানান। সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।