ভ্রাম্যমাণ প্রতিনিধি, আবু জামান খোকন : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৯৫ জনের বিরুদ্ধে ৪নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ও ৩(১) এর ৪ ধারা এবং দÐবিধি আইনের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৩৭৮/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক কাঞ্চন বাদী হয়ে গতকাল সোমবার আদালতে এই মামলার আরজি পেশ করেন। বাদী নিকলী উপজেলার ডুবি গ্রামের মো. কাজিমউদ্দিনের পুত্র। মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুণ অর রশীদ প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে ছাত্রসমাজকে রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে এবং ওবায়দুল কাদের ছাত্রলীগ-যুবলীগ দিয়ে সারা দেশের ছাত্রসমাজকে পিটিয়ে সোজা করে দেওয়ার হুমকি প্রদর্শন করে।
এই বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে নৈরাজ্যের সৃষ্টি হয় এবং এরই ধারাবাহিকতায় নিকলী উপজেলাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। গত ৪ আগস্ট সকাল দশটার দিকে ওপর থেকে নির্দেশনা পেয়ে ছাত্র-জনতার মিছিলে আসামিরা ককটেল নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে।
এসময় ডুবি গ্রামের সাদেক হোসেন ভলু গুলিবিদ্ধ হয় এবং রামদা, ছুরি, লাঠি-বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্রের আঘাতে আরো ৫০/৬০ জন আহত হয়।
বাদীর জবানবন্দি গ্রহণশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য নিকলী থানার ওসিকে আদেশ প্রদান করেন। বাদীর পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট ফাইজুল ইসলাম রুবেল।