প্রতিনিধি তাড়াইল : তাড়াইলে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজয়কে কেন্দ্র করে নুর শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে দোকানপাট, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বর্তমান ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক।
গতকাল সোমবার দুপুর ১২টায় লিখিত সংবাদ সম্মেলনে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামের মৃত আবদুল আজিজ ভুঁইয়ার ছেলে শফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, গত (৫ আগষ্ট) সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাবেক রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর শরীফ উদ্দিন জুয়েল তার নিজস্ব লোকদের দ্বারা বানাইল বাজারের পাশের দুরন্ত শিশু শিক্ষা একাডেমীতে ভাংচুর ও লুটপাট করে।
খবর পেয়ে প্রতিষ্ঠানের পরিচালক আফজাল হোসেন আজম গঠনাস্থলে পৌঁছা মাত্রই আক্রমণকারীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে এবং দু’হাতের চারটি আঙ্গুল কেটে ফেলে। লাঠির আঘাতে তার সামনের দু’টি দাঁত ভেঙ্গে যায়। তাৎক্ষণিক তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রমণকারীরা দুরন্ত শিশু শিক্ষা একাডেমীতে আগুন ধরিয়ে দিলে এলাকার লোকজন তা নিয়ন্ত্রণে আনে।
শফিকুল ইসলাম আরও বলেন, আক্রমণকারীরা আমার দোকানের সার-কীটনাশক, গ্যাস সিলিন্ডার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকা এবং আমার চাচাতো ভাই গোলাম সন্ধ্যানীর দোকানেও ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরেরদিন মঙ্গলবার নুর শরিফ উদ্দিন জুয়েলের হুকুমে এবং তার ভাই রাজুর নেতৃত্বে আমাদের বাড়িতে বিকাল ৫টায় আসবাবপত্র ভাংচুর, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এমনকি বর্তমান রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিকের বাড়ি ও দোকানপাট ভাংচুর করে। আক্রমনকারীরা যাওয়ার সময় আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়।
উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, নুর শরীফ উদ্দিন জুয়েল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ায় এরই জের ধরে তার নেতৃত্বে আমার এবং আমার চাচাতো ভাইদের বাড়িঘর-দোকানপাট ভাংচুর ও লুটপাট চালিয়েছে। তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠ বিচার চাচ্ছি।