প্রতিনিধি, কুলিয়ারচর : কুলিয়ারচরের চট্টগ্রাম সেনানিবাসে দায়িত্বপ্রাপ্ত (নন কমিশন অফিসার) কর্পোরাল মোস্তাক এর পরিবার এখন সন্ত্রাসীদের হুমকির মুখে। গত ২৯ আগস্ট রাত প্রায় ১১টার সময় মামুন মিয়া (৪৮) নামে এক সন্ত্রাসী মোস্তাক (সেনা সদস্য) কে তার ব্যক্তিগত নাম্বারে ফোন করে হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩০ আগস্ট সন্ত্রাসী মামুন তার দলবল নিয়ে মোস্তাকের নিজ বাসায় গিয়ে তার পরিবারের লোকদেরকে হুমকি দেয় এবং চাঁদা দাবি করে সেই সাথে উক্ত সেনাসদস্য মোস্তাকের পরিবারের অন্যভন্য সদস্যদের সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করে এবং মোস্তাক কখন কখন ছুটিতে আসে, যায় এসব কিছু জানতে চায় এবং সন্দেহজনক আচরণ করে। এ বিষয়ে বাজিতপুর সামরিক বাহিনীর কাছে অভিযোগ করা হয়।
জানা যায় মামুন হত্যা মামলা, বিদ্যুৎতের টাকা আত্মসাৎ মামলাসহ বেশ কয়েকটা মামলার আসামি।
এ বিষয়ে বাজিতপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইমতিয়াজ বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। অভিযোগকারির সাথে অভিযুক্ত ব্যক্তির পূর্বের কোন ব্যক্তিগত শত্রæতা থাকতে পারে। অভিযুুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় আগেরও বেশ কয়েকটা মামলা আছে এমনকি তার বিরুদ্ধে আগেও আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।