স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মস‚চি পালন করে। কেন্দ্রসহ সকল জেলায় একযোগে এই মানববন্ধন কর্মস‚চি অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক এর সভাপতিত্বে এবং সদস্য কামরুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, প‚জা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ সদর এর সাধারণ সম্পাদক পল্লব কর, সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার, উদীচী কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, টিআইবি কিশোরগঞ্জ এর জেলা কো-অর্ডিনেটর মাসুদুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাশেম, মানবাধিকার আইনজীবী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম প্রমুখ।
বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার, লিগ্যাল এইড সম্পাদক হাসিনা হায়দার চামেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শংকরী রানী সাহা।
পাড়া কমিটির পক্ষে বক্তব্য রাখেন কাউন্সিলর মোনতাহা আক্তার শাওন।
বক্তারা ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমুন্নত রেখে সাম্প্রদায়িক স¤প্রীতি জোরদার করার আহŸান জানান। তারা মহিলা পরিষদের দায়িত্বশীল উদ্যোগকে স্বাগত জানান। কর্মস‚চিতে জেলা কমিটি ও তৃণম‚ল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।