স্টাফ রিপোর্টার ঃ সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার ১০৬৮ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার উপদেষ্টা সাবেক সমবায় অফিসার কবি আবুল এহসান অপু‘র সভাপতিত্বে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। বালাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক অখিল চন্দ্র সরকারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি সাঈদুর রহমান, আসাদুজ্জামান আসাদ, নূর আলমগন্ধী, শেখ ওয়ালি উল্লাহ, মুশফিকুর রহমান, আব্দুল ওয়াহাব, গোলাপ আমীন, মো. হামিদুর রহমান হামিদ, বিশ্বম্ভর বর্মন মিলন, মীর জাহান ভুইয়া, মো. সুমন আহমেদ, বিমল চন্দ্র ভৌমিক ও আলমগীর অলিক প্রমুখ । আসর শেষে বক্তব্য রাখেন, জেগে ওঠো নরসুন্দার প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক শতাব্দতীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান, কবি ও সাহিত্য সমালোচক করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান শাজু ও দীপক দাস। এসময় সংগঠনের সদস্য হিরন আকন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।