স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মলয় কান্তি ভৌমিক আরে নেই। তিনি গতকাল বুধবার সকাল পৌণে আটটায় জেলা শহরের খড়মপট্টি এলাকায় নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মলয় কান্তি ভৌমিক বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাছাড়া জেলা শহরের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনেও তার পদচারণা ছিল। তার মৃত্যুর খবর পেয়ে সহকর্মী আইনজীবীবৃন্দ, রাজনীতিবিদ, বন্ধু-স্বজনরা তাকে শেষবারের মতো দেখতে তার বাসভবনে ছুটে আসেন। পরে গাইটাল শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে বেলা সাড়ে এগারোটায় জেলা জজ আদালতে ডেথ রেফারেন্স ও বেলা বারোটায় জেলা আইনজীবী সমিতি ভবনে এক শোকসভা অনুষ্ঠিত হয়।