প্রতিনিধি কটিয়াদী : বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কটিয়াদী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে কমরেড সেলিম উদ্দিন খান সভাপতি ও মোস্তফা কামাল নান্দুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
গতকাল শনিবার বিকেলে কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা শাখার সভাপতি কমরেড সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। প্রধান বক্তা ছিলেন, সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহমান রুমী।
কমরেড শেখ জমশেদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ডা. এনাম‚ল হক ইদ্রিছ, জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মস্তোফা কামাল নান্দু, জেলা কমিটির সদস্য নূরুল ইসলাম, মুর্শেদ খান নতুন প্রমুখ।
বক্তাগণ ভৈরব-ময়মনসিংহ রেললাইনে বন্ধ থাকা লোকাল ট্রেন চালু করা, বিজয় এক্সপ্রেস ট্রেন কটিয়াদী উপজেলার মানিকখালী রেল স্টেশনে স্টপেজ দেওয়া, কটিয়াদীতে সরকারিভাবে একটি হিমাগার স্থাপন, দ্রব্যম‚ল্য নিয়ন্ত্রণ করা, মজুদদারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, লুটপাট, ঘুষ দুর্নীতি বন্ধ করা, ব্যাংক ডাকাতি, বিদেশে অর্থপাচার বন্ধ করা, পাচারকৃত অর্থ ফেরত আনা, কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক ম‚ল্য নিশ্চিত করা, কৃষি উপকরণের দাম কমানো, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দ‚র করা, শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবি জানান।