ভালুকা প্রতিনিধি, জালাল উদ্দিন : গত বুধবার ভালুকায় সুনিভার্স ফুটওয়্যার লিমিটেডের আয়োজনে উৎসব মুখর পরিবেশে নতুন বছর বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ন্যাশনাল পলিমার গ্রæপের ডিরেক্টর রিয়াদ মাহমুদের অনুপ্রেরণায় অনুষ্ঠান উদ্বোধন করেন মো. ওয়াহিদুর রহমান শ্রাবণ জি.এম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সেকশন প্রধান গণের মধ্যে থেকে মো. রফিকুল ইসলাম, সেলিম রেজা, রেদোয়ান কবির, এইচ এম কাউসার হামিদ, মো. মোয়াজ্জেম, মো. মহসিন ম্যানেজার স্টোর।
নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন ইব্রাহিম মাহমুদ জিহাদ, কামরুল ইসলাম এডমিন, আসাদুজ্জামান, ফজলে কাদের চৌধুরী, কাজিম প্রধান, এমদাদুল হক, মনিরুল ইসলাম সাফাউল ইসলাম। বিভিন্ন লেখায় অংশগ্রহণ করেন আরিফুল, সাজ্জাদ অনিক,সাঈদ, সজীব, নোমান, নূর নবী।
আমন্ত্রিত অতিথি ছিলেন রেজাউল করিম বাবু সরকার, মোহাম্মদ জালাল উদ্দিন কবি, মো. আরিফুল ইসলাম, মো. আলী হাসান, ফরিদ উদ্দিন, মহসিন, মাসুম, মাসুদ, নূরুল আমিন, আনোয়ার হোসেন, আল আমিন, নোমান ইসলাম, ও সকল সেকশনের সকল শ্রমিক কর্মকর্তাগণ।
নতুন বছর বরণ ও শ্রমিক শ্রেণির বিনোদনে প্রতি বছর বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।