এই দিনের ছড়া
ধেয়ে আসে রেমাল
সুবীর বসাক
আসছে ধেয়ে ‘রেমাল’ বেগে
উপকূলের পানে
তীব্র গতি নিয়ে সেথায়
আঘাত এটি হানে।
ঝড়-বৃষ্টি জলোচ্ছ¡াসে
পাই না এখন ভয়
সাহস নিয়ে লড়াই করে
ভয় করেছি জয়।
প্রশাসন যে আগেই করে
সতর্কতা জারি
শিবিরে ঠাঁই নিই যে আগে
ছেড়ে যে ঘরবাড়ি
আগে যেমন হতো তেমন
হয় না জীবনহানি
কেমনে প্রাণ রক্ষা হবে
সবাই এখন জানি।