এই দিনের ছড়া
ভাতের হোটেল বন্ধ
সুবীর বসাক
তাইতো বলি পাই না কেন
বিরিয়ানির গন্ধ
খবর নিয়ে জানতে পারি
‘ভাতের হোটেল’ বন্ধ।
আহারে সুখ, ছিলো কতোই
আদর-আপ্যায়ন
প্রায়ই সেথা ভিআইপিরা
পেতেন আমন্ত্রণ।
কোর্মা-পোলাও ছাড়াও ছিলো
হাওর-নদীর মাছ
এমন হবে করতে আগে
পারেননি তো আঁচ।
আমজনতা খ্যাপলো শেষে
করলো তাকে তাড়া
চেয়ার-টেবিল খাঁখাঁ করে
হোটেল মালিকছাড়া।