এই দিনের ছড়া
অতি লোভে তাঁতি নষ্ট
সুবীর বসাক
এ জীবনে কতো টাকা
হয় প্রয়োজন
বাড়ি-গাড়ি আছে তবু
চায় আরো ধন।
সিন্দুকে রাখা আছে
টাকা কাঁড়ি কাঁড়ি
তবু লোভ বাড়ে শুধু
টানে না তো দাঁড়ি।
সারাক্ষণ দেখি শুধু
খাই খাই ভাব
সব কাজ থেকে তারা
খোঁজে শুধু লাভ।
ভাবে না তো জীবনটা
হলো ক্ষণস্থায়ী
পতনের জন্য যে
অতি লোভ দায়ী।