এই দিনের ছড়া
সচিবালয়ে আগুন
সুবীর বসাক
মধ্যরাতের আগুন নিভে
দশ ঘন্টা পরে
সচিবালয় পুড়লো কেন
জানতে ইচ্ছে করে।
আগুন নিয়ে দেশ-বিদেশে
চলছে আলোচনা
এর পেছনে নাশকতা-
নাকি দুর্ঘটনা?
দপ্তরের নথি-পত্র
হয় যে পুড়ে ছাই
তদন্ততে আসল কারণ
জানতে যেন পাই।
কিন্তু জানি কারণ কভু
হবে না আর জানা
ধরে যে নাও আগুন সেথা
লাগায় ভূতের ছানা।