এক পশলা বৃষ্টি
সুবীর বসাক
কালো মেঘ যে ঘনিয়ে আসে
ঝাপসা চোখের দৃষ্টি
আকাশ থেকে নামলো শেষে
এক পশলা বৃষ্টি।
সঙ্গে ছিল শীতল বাতাস
প্রাণ জুড়িয়ে যায়
মানুষ-পশু সবাই যেন
স্বস্তি ফিরে পায়।
শিশু-কিশোর যায় না তাদের
আটকে ঘরে রাখতে
বেরিয়ে আসে বাইরে; অঙ্গে
বৃষ্টির জল মাখতে।
বৃক্ষরা সব ক্রমাগতই
হয় যে সবুজহীন
জলের ফোটা মানে তাদের
সতেজ হওয়ার দিন।