এই দিনের ছড়া
কই লুকালো তারা?
সুবীর বসাক
বন্দি কত পালিয়ে গেলো
ভেঙে ফেলে কারা
কেউ জানে না কই লুকালো
কোথায় আছে তারা?
কারো বা হয় যাবজ্জীবন
ফাঁসি খুনের দায়ে
শাস্তি তারা করছিলো ভোগ
আদালতের রায়ে।
জঙ্গি ছিলো ডাকাত ছিলো
আসামি সব দাগি
সুযোগ পেয়ে ফটক ভেঙে
সবাই গেলো ভাগি।
এই সমাজেই লুকিয়ে আছে
নজর রেখো কড়া
শান্তি বজায় রাখতে হলে
জরুরি খুব ধরা।