এই দিনের ছড়া
বিচার চাই
সুবীর বসাক
বিচারের নামে শুধু
প্রহসন চলে
এক যুগ পার করে
নানা ছলে-বলে।
নিজ ঘরে খুন হন
সাগর ও রুনি
আজও যে কেন ধরা
পড়েনি তো খুনি।
তদন্ত চলমান
এক যুগ ধরে
কী যে তারা চেয়েছিলো
দিতে ফাঁস করে।
মৃত্যুর কোলে তাই
নিতে হলো ঠাঁই
আজ হোক কাল হোক
বিচার যে চাই।