এই দিনের ছড়া
ক্ষমতা, তুই কার?
সুবীর বসাক
চারদিকেতে ঘটছে শুধু
নানান অবিচার
ইচ্ছে করে জানতে যে খুব
ক্ষমতা, তুই কার?
পাচ্ছে যাকে ধরেই তাকে
দিচ্ছে বেদম মার
ভয়ে সবাই লুকিয়ে থাকে
হয় না ঘরের বার।
প্রাণ নিধনের উৎসবেতে
কেউ কেউ যে মাতে
তুচ্ছ কারণেতেও তারা
জড়ায় যে সংঘাতে।
হাতাহাতিই শেষে কিনা
গড়ায় রক্তপাতে
ক্ষমতা কি পুরোই তবে
এখন ‘মব’ এর হাতে?