এই দিনের ছড়া
দৌড়
সুবীর বসাক
জন্ম থেকে ছুটছি শুধু
দৌড়ের ওপর আছি
লাফিয়ে চলি হাঁপিয়ে চলি
এইভাবেতেই বাঁচি।
কতোরকম দৌড় যে আছে
কেউ নেই দৌড় ছাড়া
চক্ষু বুঁজে দৌড় যে দিই
করলে পুলিশ তাড়া।
পাওনাদারকে সামনে পেলে
দৌড়ি উলটা দিকে
দৌড়কে পুঁজি করেই আছি
এই সমাজে টিকে।
দৌড়কে ভালোবাসি যে তাই
পড়েছি তার প্রেমে
শেষ হবে দৌড় যেদিন যাবে
জীবনগাড়ি থেমে।