এই দিনের ছড়া
নাটাই কাহার হাতে?
সুবীর বসাক
দেশ চলেছে কোন পথে যে
শান্তি না সংঘাতে
প্রশ্ন জাগে চালক কে যে
নাটাই কাহার হাতে?
বাজার দেখি লাগামছাড়া
নেই তো নিয়ন্ত্রণ
দাম বেধে দেয় সরকারেতে
বাড়ান মহাজন
ঘেরাও করে চাইছে যাহা
হয় যে পূরণ দাবি
কোন মগের মুল্লুকেতে
করছি বসত, ভাবি।
আমরা এখন সুতো ছেঁড়া
বাঁধনহীন ঘুড়ি
যা খুশি তা করে বেড়াই
ইচ্ছেমতন উড়ি।