এই দিনের ছড়া
খাবো ঘোড়ার ডিম
সুবীর বসাক
কী যে খাই কী খাবো না
মরি ভেবে-চিন্তে
মাথা ঘুরে পড়ে যাই
মাছ-ডিম কিনতে।
মাংস যে খাবো না তো
বাদ শাক-সবজি
ভুলে যাই সে খাওয়া
ডুবিয়ে যে কবজি।
বাজারেতে নিয়ে যাই
হাজারটা টঙ্কা
ফুরিয়ে যে যায় কিনে
তেল-আলু-লংকা।
খাদ্যের তালিকাটা
করি কেটে হ্রস্ব
ডিম খাবো তাই শেষে
কিনি এক অশ্ব।