এই দিনের ছড়া
লিখতে আছে মানা
সুবীর বসাক
নদীর কথা লিখতে পারো
আঁকতে পারো ছবি
লিখতে পারো ছড়া অনেক
হও যদি বা কবি।
আকাশ নিয়ে পাহাড় নিয়ে
কিংবা সবুজ বন
লিখতে পারো খাতায় তুমি
ইচ্ছে যতক্ষণ।
সব কথা তো যায় না লেখা
কিছু যে যাও চেপে
মুখের কথা আটকে রেখো
বলবে কথা মেপে।
স্বাধীনতার মানে তো নয়
প্রাপ্তি ষোলোআনা
দিবস কেন বাতিল হলো
লিখতে আছে মানা।