এই দিনের ছড়া
দেশের কথা ভাবি
সুবীর বসাক
সকাল থেকে দৌড়ে থাকি
করতে রুজি-আয়
বসে খেলে রাজার ভাণ্ড
যায় ফুরিয়ে যায়।
নানারকম চিন্তা এসে
মাথায় করে ভিড়
সংসারের ঝুট-ঝামেলা
দেয় না হতে স্থির।
জিনিস কিনি অগ্নিদামে
পকেটের কী হাল
দু’বেলা রোজ ভাত জুটাতে
হই যে বেসামাল।
ভাবনা কত মাথায় এসে
খায় যে শুধু খাবি
প্রতিদিনই ঘুমের আগে
দেশের কথা ভাবি।