এই দিনের ছড়া
‘দানা’ দেয় হানা
সুবীর বসাক
বৃষ্টি পড়ে টিপটিপিয়ে
আকাশজুড়ে মেঘ
ক্রমে ক্রমেই বাড়ছে দেখি
ঝড়ের গতিবেগ।
সাগর থেকে সৃষ্টি হয়ে
ছুটছে স্থলভাগে
ঢেউ যে তীরে আছড়ে পড়ে
ফুঁসছে যেন রাগে।
ঘূর্ণিঝড়ে রূপ নিলো যে
গভীর নিম্নচাপ
তাণ্ডবেতে লণ্ডভণ্ড
কেউ পায়নি মাপ।
এবার এসে নতুন নামে
‘দানা’ যে দেয় হানা
লড়াই করে বাঁচতে হবে
উপায় আছে জানা।