এই দিনের ছড়া
খেলা
সুবীর বসাক
মধ্য মাঠে ওঠছে জমে
দুই দলের খেলা
দর্শকেরা ভেতর ঢুকে
খেয়ে যে ভিড়-ঠ্যালা।
এই খেলাতে হারে বা কেউ
কেউ বা ফিরে জিতে
রেফারি খায় হিমশিম যে
খেলা সামাল দিতে।
কেউ যদি বা বলকে ছেড়ে
পাছায় মারে লাথি
দর্শকেরা নামবে মাঠে
করবে হাতাহাতি।
দেশকে নিয়ে খেলছে যারা
ভুল রাস্তায় নেমে
তাদের বলি মনকে আগে
ফেরাও যে দেশপ্রেমে।