এই দিনের ছড়া
ট্রাম্প-কমলার লড়াই
সুবীর বসাক
আমেরিকার ভোটযুদ্ধে
কে হারে কে জিতে
আলোচনার কেন্দ্রবিন্দু
সারা পৃথিবীতে।
ওঠছে দেখি লড়াই জমে
দু’প্রার্থীই ঘামে
জনমতের পারদ দেখি
ওঠে এবং নামে।
বিশ্ববাসী তাকিয়ে আছে
ফলাফলের দিকে
কমলা না ট্রাম্প- কে যাবে
এই লড়াইয়ে টিকে।
যে-ই বা জিতুক একটি কথা
করো না তো হেলা
বন্ধ যেন হয় জগতে
যুদ্ধ যুদ্ধ খেলা।