এই দিনের ছড়া
টানাপোড়েন
সুবীর বসাক
থাকবে নাকি ছাড়বে গদি
দোটানাতেই আছি
এই ইস্যুতে দেশটা জুড়ে
চলছে নাচানাচি।
কেউবা বলে থাকলে ভালো
কেউবা বলে ‘না’
‘স্বৈরাচারের দোসর’ রেখে
দেশ যে চলে না।
কারো মনে ভয় আছে যে
সরান যদি তারে
নুতন কোনো বিপদ এসে
চাপতে পারে ঘাড়ে।
তাইতো তাকে নিয়ে এতো
টানাপোড়েন চলে
ঘোরপ্যাঁচ যে লাগান তিনি
গোপন কথা বলে।