এই দিনের ছড়া
গিরগিটি
সুবীর বসাক
কাল মুখে এক কথা
আজ সুর পালটায়
আপেলটা খায় কাল
আজ স্বাদ মাল্টায়।
জ্বী-হুজুর বলে যাকে
ফেনা তার ওঠে মুখে
আজ দেখি বদমাশ
ছুরি মারে তার বুকে।
কালকেও চারপাশে
করতো সে ঘুরঘুর
ক্ষমতাটা নেই বলে
ছেড়ে যায় বহুদূর।
সমাজের ক্ষত ওরা
লাগায় যে খিটিমিটি
রঙ পালটানো জীব
ওরা হলো গিরগিটি।