এই দিনের ছড়া
হিমালয়-জয়
সুবীর বসাক
মানেনি তো কোনো বাধা
পায়নি তো ভয়
নারীরাই করে এলো
হিমালয়-জয়।
ছেলেরা তো পারেনি যা
করে সেটা নারী
মুকুটটা পরে তারা
ফিরে আসে বাড়ি।
নেপালের দর্শক
যত স্টেডিয়ামে
নিজেদের পরাজয়
দেখে আর ঘামে।
ফুটবলে পাই জয়
দুইবার টানা
সকলের আছে এই
ইতিহাস জানা।