এই দিনের ছড়া
ভোটের গাড়ি
সুবীর বসাক
কু ঝিক ঝিক ভোটের গাড়ি
ওই তো দেখা যায়
চড়বে কে কে এই গাড়িতে
আয় রে ছুটে আয়।
টিকিট কেটে বোস্ আসনে
নেই তো নড়াচড়া
গার্ডসাহেব যে ওঠে গেছেন
ভীষণ তিনি কড়া।
আয় রে ডান আয় রে বাম
এক গাড়িতে ওঠি
পথ হারিয়ে করবো না তো
আর যে ছোটাছুটি।
সময় হলে গার্ডসাহেবে
বাজাবেন হুইসেল
প্রস্তুতিটা নিয়ে রেখো
ট্রেন করো না ফেল।