এই দিনের ছড়া
সমানে সমান
সুবীর বসাক
বাঘে-মোষে টক্কর
সমানে সমান
পাঁচ তারিখেই হবে
কে যে বড়- প্রমাণ।
ট্রাম্প আর কমলার
হবে ভোটযুদ্ধ
তাকিয়ে যে রয় মানুষ
দুনিয়াশুদ্ধ।
কে যে এনে দিতে পারে
পৃথিবীতে স্বস্তি
জিতলে কে দেশে দেশে
হবে জবরদস্তি।
হুজুগে যে মেতে ওঠে
করো না ভুল-ভ্রান্তি
যুদ্ধ নয় ধরাধামে
চাই সুখ-শান্তি।