এই দিনের ছড়া
আজ মহারণ
সুবীর বসাক
যুদ্ধের ময়দানে
নেমে পড়ে দুইজন
সকলেই জানে আজ
শুরু হবে মহারণ।
ট্রাম্প আর কমলার
কপালে কী আছে লেখা
কার মুখে হাসি ফোটে
আর কে যে খাবে ছ্যাঁকা।
আমেরিকা ধনী দেশ
দুনিয়ার মাতব্বর
সেই দেশে ভোট নিয়ে
বয়ে যায় কতো ঝড়।
প্রার্থীরা খেটে মরে
পেতে ভোটারের রায়
ফলাফল নিয়ে আছে
মহা উৎকণ্ঠায়।