এই দিনের ছড়া
স্বাধীন সবাই
সুবীর বসাক
আমরা এখন স্বাধীন সবাই
যা খুশি তাই করি
কাউকে বাহির করে আনি
কাউকে জেলে ভরি।
আমরা নিজেই বিচার-আচার
করে যে দিই রায়
কোর্ট-কাচারির ধার ধারি না
করি যা মন চায়।
এদেশ এখন শুধুই মোদের
আর কাহারো নয়
তল্পিতল্পা গোটাও যদি
বাঁচার ইচ্ছে হয়।
একাত্তরের পরে স্বাধীন
হই দ্বিতীয়বার
রিসেট বাটন টিপে দিলাম
নেই যে অতীত আর।