এই দিনের ছড়া
জাদুকর ট্রাম্প
সুবীর বসাক
কী জাদু দেখালে হে
ট্রাম্প জাদুকর
আমেরিকা তছনছ
বয়ে গেলো ঝড়।
প্রমাণিত করে সব
জরিপকে ভুল
দুনিয়ায় ফেলে দিলে
মহা হুলুস্থুল।
একবার ফেল করে
দ্বিতীয়বার পাশ
মসনদে বসে তুমি
গড়ো ইতিহাস।
যে কারণে জনগণ
দিলো এই রায়
পৃথিবীতে শান্তি যে
ফিরে পেতে চায়।