এই দিনের ছড়া
বাড়াবাড়ি
সুবীর বসাক
কাজ করো ধীর-স্থিরে
টেনে কমা, দাঁড়ি
কোনো কাজে করো না তো
বেশি বাড়াবাড়ি।
সব কাজে ধৈর্যের
হয় প্রয়োজন
তাড়াহুড়ো করা মানে
ছন্দপতন।
যেই কাজ হবে জানি
স্বাভাবিকভাবে
জোর করে সেই কাজ
আগে করা যাবে?
ক্ষমতাটা হাতে পেয়ে
হন হিটলার
দুইদিন বাদে তার
খোঁজ মেলা ভার।