এই দিনের ছড়া
কেবল বাড়ে
সুবীর বসাক
জিনিসের দাম কমে না তো
কেবল দেখি বাড়ে
গরিব হওয়ার কী যে জ্বালা
বুঝছি হাড়ে হাড়ে।
কাল যা ছিল আজ পাবে না
কিনতে সেই দরে
বাজার যাওয়া ছেড়ে দিছি
যাই না আমি ডরে।
মাছ কিনতে ভুলেই গেছি
ডিমের বাজার চড়া
শাক-সবজির দাম শুনে যে
চক্ষু ছানাবড়া।
দামের ঘোড়া লাগামছাড়া
টগবগিয়ে চলে
আমরা যারা গরিব আছি
পিষ্ট পদতলে।