এই দিনের ছড়া
দেশের কথা ভাবি না
সুবীর বসাক
নিজের কথা ভাবি শুধুই
দেশের কথা ভাবি না
কারণ হলো জনগণের
হাতে এখন চাবি না।
রাস্তাঘাটে ঘটলে কিছু
চোখ খুলে তা দেখি না
সাংবাদিক হলাম বটে
সাহস করে লেখি না।
প্রতিবেশীর খোঁজখবরও
আগের মতো রাখি না
বিপদ এসে দাঁড়িয়ে দ্বারে
করছে ডাকাডাকি না।
কতজনের কত বিপদ
কারোর পাশে থাকি না
জেলখানার বাইরে আছি
খুবই আমি লাকি, না?