এই দিনের ছড়া
ঢালাও মামলা
সুবীর বসাক
বাদী হয়েও আসামিদের
জানি না তো নাম
প্ররোচনায় পড়ে তাদের
কথায় লিখিলাম।
বাড়ি কোথায়, কী তার পেশা
কিছুই জানা নাই
বড় নেতায় নাম বলিল
ঢুকিয়ে দিলাম তাই।
নাম ঢুকাবে ভয় দেখিয়ে
নেতার পকেট ভারী
সাজিয়ে বাদী মামলা করে
কামায় কাঁড়ি কাঁড়ি।
আগে হতো গায়েবি আর
এখন মামলা ঢালাও
আসামি যে হতেই পারে
অন্ধ-বোবা-কালাও।