এই দিনের ছড়া
আগা খান গোড়া খান
সুবীর বসাক
আগা খান গোড়া খান
খান তিনি সব
খেয়ে খেয়ে বাড়ে ভুঁড়ি
বাড়ে বৈভব।
ঠিকাদারি কাজ থেকে
খান কমিশন
জোর করে খান তিনি
অপরের ধন।
শ্রমিকের নেতা সেজে
চলে লুটপাট
পরিবহন সেক্টরে
তিনি স¤্রাট।
ধরা পড়ে সপুত্র
জেলে তিনি যান
নবাবের নামে নাম
শেষে আছে খান।