এই দিনের ছড়া
ছাগল নাচে খুঁটির জোরে
সুবীর বসাক
ছাগল নাচে খুঁটির জোরে
কথা সবাই জানি
ছাগল কেনার আগে খুঁটি
তাইতো কিনে আনি।
সঙ্গে আনি লম্বা দড়ি
বাঁধি সবুজ মাঠে
সারাটাদিন লাফায় শুধু
এভাবে দিন কাটে।
সব দলের কর্মী যারা
নেতা তাদের খুঁটি
আড়ালে-আবডালে থেকেই
চালে দাবার ঘুঁটি।
হঠাৎ করে ছিঁড়লে দড়ি
লাফানো যায় থেমে
ছাগল তখন একা ঘোরে
আর যে করে ম্যা ম্যা।