এই দিনের ছড়া
টাকা নাই
সুবীর বসাক
টাকা নাই হাত তাই
একদম খালি
হে মাবুদ টাকা দাও
বস্তাটা ঢালি।
কী করে যে বলো আমি
বাঁচি টাকা ছাড়া
গেলো মাসে দিইনি তো
বাকি বাসাভাড়া।
দোকানিও চেয়ে থাকে
চোখ বড় করে
ধারে-কাছে ঘেঁষি না তো
তাগাদার ডরে।
ঘুমোবার আগে করি
প্রার্থনা তাই
স্বপ্নেতে কিছু টাকা
হাতে যেন পাই।