এই দিনের ছড়া
কেবল ঊর্ধ্বগতি
সুবীর বসাক
জিনিসপাতির দাম কমে না
কেবল ঊর্ধ্বগতি
কারসাজিটা করছে কারা
টানতে হবে যতি।
খোঁজ করলে জানা যাবে
সিন্ডিকেটই মূলে
করছি তাদের তোষামোদি
চড়ায় না কেউ শূলে।
দামের চাপে আমজনতার
ওঠছে নাভিশ্বাস
বাড়লে পরে আর কমে না
এ কোন দেশে বাস।
ক্ষিপ্ত হয়ে বলছে লোকে
আগেই ছিলাম ভালো
সামনে শুধু আঁধার দেখি
দেখছি না তো আলো।