এই দিনের ছড়া
এডিস মশা
সুবীর বসাক
এডিস মশা ক্ষুদ্র বটে
খুবই ভয়ংকর
তার ভয়েতে কাঁপে মানুষ
কাঁপছে যে থরথর।
যেথা-সেথায় ডিম পাড়ে না
পেলে স্বচ্ছ পানি
বংশ তারা বাড়িয়ে চলে
সবাই এটা জানি।
মশা নিধন হয় না বলে
প্রকোপ গেছে বেড়ে
ডেঙ্গু রোগে প্রতিদিনই
প্রাণ নিচ্ছে কেড়ে।
তাইতো বলি সবাই মোরা
হই যে সচেতন
কামান দেগে মারতে মশা
করতে হবে রণ।