এই দিনের ছড়া
ঝগড়াঝাঁটি
সুবীর বসাক
থাকলে হাতে একটি ঝাড়–
কিংবা বাঁশের লাঠি
আর কিছু তো নেই প্রয়োজন
করতে ঝগড়াঝাঁটি।
চা খেতে যে বসলো স্টলে
তুললো কাপে ঝড়
মতবিরোধ হলেই বলে
ওই ব্যাটাকে র্ধ।
দুই বাড়ির বিরোধ নিয়ে
ভাইকে মারে ভাই
স্বার্থে যদি লাগে আঘাত
আপন ভুলে যাই।
সীমান্তের ঝগড়াঝাঁটি
বাড়তে যদি থাকে
দেশপ্রেমিকে দিবেই জানি
সাড়া দেশের ডাকে।