এই দিনের ছড়া
মুখে দিলাম তালা
সুবীর বসাক
কোনো কথাই বলবো না তো
দিলাম মুখে তালা
মুখে থাকুক নকল হাসি
বুকে থাকুক জ্বালা।
কথায় জানি বিপদ কারো
চাপতে পারে ঘাড়ে
বন্ধু তো নয়-কথায় কারো
শত্রু শুধু বাড়ে।
সবচে’ ভালো চুপ থাকাটা
বন্ধ রাখি কান
চোখে দেখেও করতে হবে
না দেখারই ভান।
অনুধাবন করুন আগে
বুঝুন পরিস্থিতি
সবাই আসুন আপাতত
কথার টানি ইতি।