এই দিনের ছড়া
উপকূল তছনছ
সুবীর বসাক
উপকূল তছনছ
বৃষ্টি ও ঝড়ে
ঘরবাড়ি ভেসে যায়
গাছ ভেঙে পড়ে।
কত লোক গৃহহীন
আশ্রয়হারা
কষ্টের সীমা নেই
অসহায় তারা।
গতকাল ছিল সব
আজ খালি হাত
বাড়িঘর ছেড়ে কাটে
নির্ঘুম রাত।
প্রকৃতি মাঝে মাঝে
ক্ষিপ্ত যে হয়
ভেবে দেখো মানুষেরা
কম দায়ী নয়।