এই দিনের ছড়া
স্বাধীনতার সূর্য
সুবীর বসাক
স্বাধীনতার সূর্যটাকে
হাতের মুঠোয় আনতে
জীবন দেয়ার যে ইতিহাস
হবেই সবার জানতে।
অকাতরে তিরিশ লক্ষ
বিলিয়ে দিলো প্রাণ
দেশের মাটি রক্তে ভিজে
সাগর পরিমাণ।
ডিসেম্বরের ষোলো তারিখ
লাল সূর্য উঠলো
লাল-সবুজের ওই পতাকা
হাতে সবাই ছুটলো।
স্বাধীনতার এই ইতিহাস
নয়তো ভোলা সোজা
ব্যর্থ হবে ষড়যন্ত্র
ভুল ইতিহাস খোঁজা।