এই দিনের ছড়া
আমরা পথশিশু
সুবীর বসাক
উদোম গায়ে ঘুরছি পথে
থাকার ঘর নাই
যেখানে রাত সেখানে কাত
খাবার পেলে খাই।
অনাহারেই বেশিরভাগ
দিন-রাত্রি কাটে
কারোর দিকে হাত বাড়ালে
উলটো পথে হাঁটে।
ছেঁড়া জামাও কপালে নেই
কষ্ট বাড়ে রাতে
প্রচ- এই শীতেও শুয়ে
থাকি যে ফুটপাতে।
আছে একটা পরিচয় যে
আমরা পথশিশু
মোদের নিয়ে আন্দোলনে
কেউ করে না ইস্যু।