এই দিনের ছড়া
গর্জে ওঠার পালা
সুবীর বসাক
মুক্তিযোদ্ধার গলায় তারা
পরায় জুতার মালা
এখনই তো সময় হলো
গর্জে ওঠার পালা।
যেমন করে যুদ্ধে নামো
সাল যে একাত্তরে
প্রতিরোধের দুর্গ গড়ো
আবার ঘরে ঘরে।
মুক্তিযুদ্ধ হলো আমার
জাতির অহংকার
কলঙ্কিত করবে যারা
আর দেবো না ছাড়।
সইবো না তো স্বাধীনতার
কোনোই অপমান
বুকে বাংলাদেশ ও মুখে
একটিই স্লোগান।