এই দিনের ছড়া
কেউ কথা শোনে না
সুবীর বসাক
কথা যে কেউ শুনছে না তো
সবাই শুধু বলে
কথার ভিড়ে যায় না বোঝা
কে আছে কোন্ দলে।
নেতার কথা কর্মী দেখি
তুলছে না তো কানে
গুরুর কথা শিষ্যরা কি
আগের মতো মানে?
পিতার কথা শুনে পুত্র
মুখ ঘুরিয়ে রাখে
পরিবারের সদস্যরা
পড়ে দুর্বিপাকে।
কম বলবে শুনবে বেশি
তাতেই বাড়ে প্রীতি
করতে হবে কথা শোনার
চালু যে সংস্কৃতি।