এই দিনের ছড়া
স্বাগতম ২০২৫
সুবীর বসাক
বছর ঘুরে এলো আবার
নতুন বছর ফিরে
পুরাতনের সকল স্মৃতি
মনকে থাকে ঘিরে।
ঠিক বছরের মধ্যিখানে
বইলো দেশে ঝড়
ক্ষমতাসীন দলের গদি
হলো যে নড়বড়।
সবার মনে আশা এবার
দেশটা ভালো হবে
সামনে নাকি আলোর রেখা
আঁধার দূরে রবে।
এই ক’মাসে কথায়-কাজে
মিল পাই যে কম
তবু পঁচিশ তোমায় মোরা
জানাই স্বাগতম।